✏অনলাইন ডেস্ক
রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৮ জুন ২০২৫, ৫:৩০
রাজবাড়ী জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন সময় ও স্থানে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই মোবাইলগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।
জানা গেছে, জেলার পাঁচটি থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে জেলা পুলিশের এলআইসি শাখার একটি বিশেষ আভিযানিক দল এসব মোবাইল উদ্ধার করে। এর মধ্যে রাজবাড়ী সদর থানা থেকে ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানা থেকে ২টি, পাংশা মডেল থানা থেকে ১১টি, কালুখালী থানা থেকে ৫টি এবং বালিয়াকান্দি থানা এলাকা থেকে ১৫টি মোবাইল উদ্ধার করা হয়।
মোবাইল হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, “রাজবাড়ী জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধার এবং সাইবার অপরাধ দমনেও কাজ করে যাচ্ছে। প্রতিটি থানায় মোবাইল হারানো, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডির প্রেক্ষিতে আমাদের চৌকস দল কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, এলআইসি শাখা নিয়মিতভাবে মোবাইল ফোন ট্র্যাকিং ও সাইবার অপরাধ মনিটরিং করে থাকে। তারই অংশ হিসেবে এই ৬৬টি মোবাইল ফোন উদ্ধার সম্ভব হয়েছে।
মোবাইল ফিরে পেয়ে অনেকেই রাজবাড়ী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের অনেকেই জানান, তারা আশা করেননি হারানো মোবাইল ফিরে পাবেন। কিন্তু পুলিশ যে আন্তরিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়েছে, তা দেখে তারা আনন্দিত ও গর্বিত।
মোবাইল হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম, ডিবির ওসি মফিজুল ইসলাম, জেলা পুলিশের পরিদর্শক (ক্রাইম) মো. জিন্নাহসহ অন্যান্য কর্মকর্তারা।
রাজবাড়ী জেলা পুলিশের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
0 মন্তব্যসমূহ