✏অনলাইন ডেস্ক
রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৮ জুন ২০২৫, ৬:০৫
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের একটি বিশাল বাঘাড় মাছ। শনিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমানের জালে মাছটি ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৫৫০ টাকা দরে মাছটি ৭৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, জেলে সিদ্দিকুর রহমান তার সঙ্গীদের নিয়ে দুপুরে পদ্মা নদীতে মাছ ধরতে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বিকেল ৩টার দিকে জালে ধরা পড়ে বিশাল আকৃতির বাঘাড় মাছটি। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যান। রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, “বড় বাঘাড় মাছটি আমি ৭৭ হাজার ৫০০ টাকায় কিনেছি। মাছটি এখন আমার আড়তে রাখা আছে এবং ফেরিঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও পোস্ট করা হয়েছে। কেজিপ্রতি অল্প লাভেই এটি বিক্রি করে দেবো।”
স্থানীয়দের মধ্যে মাছটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকে ছবি তুলতে ও ভিডিও করতে ভিড় জমিয়েছেন ফেরিঘাট এলাকায়।
0 মন্তব্যসমূহ