রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যাওয়া এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদপুর কোতোয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ (২২), গোয়ালন্দের পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিব (২১), এবং গনি শেখের পাড়া গ্রামের মোঃ কালিম উদ্দিনের ছেলে সজিব মোল্লা (২৪)।
পুলিশ জানায়, ৫ আগস্ট বিকেলে ওই কিশোরী ও তার বন্ধু সোহান গোধুলী পার্কে ঘুরতে যান। সেখানে বসে গল্প করার সময় ফয়সালসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কৌশলে ওই তরুণী ও তার বন্ধুকে পার্কের নির্জন স্থানে নিয়ে যায়।
পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বেড়িবাঁধের পাশে নির্জন কাঁচা রাস্তায় নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মামলার পর দ্রুত অভিযানে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।"
---
1 মন্তব্যসমূহ
ঘটনা যদি সত্য হয়,তাহলে প্রকাশ্যে ফাঁসি চাই।
উত্তরমুছুন