Header Ads Widget

ঋণের দায়ে স্ত্রী-সন্তানসহ কৃষকের আত্মহত্যা, চিরকুটে বাবাকে কাফনের টাকা না দিতে অনুরোধ



রাজশাহীর পবা উপজেলায় ঋণের বোঝা ও দারিদ্র্যের কারণে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন—বামনশিকড় এলাকার মিনারুল ইসলাম (৩৫), তার স্ত্রী মনিরা খাতুন (৩০), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৪)।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিনারুল স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুই পাতার চিরকুটে মিনারুল লিখেছেন—

“আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি প্রথমে স্ত্রীকে, তারপর ছেলে ও মেয়েকে হত্যা করেছি, এরপর আমি নিজে আত্মহত্যা করেছি। আমাদের জানাজায় আমার বড় ভাই যেন না আসে, এবং আমাদের কাফনের খরচের জন্য বাবা যেন টাকা না দেন—এটাই আমার কসম।”

আরেক পাতায় তিনি উল্লেখ করেন, একা মারা গেলে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেত। তাই কষ্ট ও দারিদ্র্যের জীবন থেকে মুক্তি পেতেই সবাইকে নিয়ে মৃত্যুকে বেছে নিয়েছেন।

ঘটনার খবর পেয়ে মতিহার থানা পুলিশ, সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. প্রথমত রাজবাড়ী সার্কেলে এই সংবাদ এলো কেন ? দ্বিতীয়ত প্রতিবেদক ঘটনার বিস্তারিত বিবরন দেয়নি। কি কারণে এই হত্যা ও আত্মহত্যা করেছে সেটা বলা হয় নি
    , তাই বলা এ

    উত্তরমুছুন